স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতি করতে যাওয়া এক ব্যক্তি গ্রামবাসীর গণপিটুনিততে নিহত হয়েছেন।
সোমবার (১৮ জানুয়ারি) ভোররাত চারটার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ডাকাতের হাত থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দারা পাহারা দেন। ভোরে ১২-১৩ জনের ডাকাত দল গ্রামে ঢুকলে স্থানীয়রা একজনকে ধরে গণপিটুনি দেয়। বাকিরা নৌকায় করে সন্দ্বীপ চ্যানেলে পালিয়ে যান।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সন্দেহভাজন ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।