মোঃ সেলিম (সাতকানিয়া প্রতিনিধি):
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইদ্রিস (৬০)।
আজ বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১২টার সময় উপজেলার সোনাকানিয়া ৭ নম্বর ওয়ার্ড গারাংগিয়া মেউলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস এলাকার মৃত এয়াকুব মিয়ার ছেলে। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মো. ইদ্রিস এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি। শখের বশে নিজ বাড়ির পাশে তিনি কচুর চাষ করেন। ঘটনার দিন ইদ্রিস কুচ ক্ষেত পরিচর্যার কাজে যান। কচু ক্ষেতে কাজ করার এক পর্যায়ে আকাশে ঘন মেঘ জমাট হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। মুষলধারে বৃষ্টির মাঝে কোন এক সময় বজ্রপাত তার গায়ে পড়লে তিনি ঘটনাস্থলে নিহত হন। বৃষ্টি থেমে গেলে এলাকার লোকজন কচু ক্ষেতে ইদ্রিসকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার মা-মনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালের চিকিৎসক ইদ্রিস বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বজ্রপাতে ইদ্রিস নামের একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল রহিম।