বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মুন্না দেব (৬) নামের এক শিশু মারা গেছে।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কানুনগোপাড়া মাষ্টারবাজার এলাকার সুজিত দেবের বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত মুন্না উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এ্যাপেলো দেবের ছেলে।
নিহতের নিকট আত্মীয় সঞ্জীব মজুমদার জানান, মুন্না পরিবারের সাথে শহরে থাকতো। আজ শনিবার তার জেঠি মার শ্রাদ্ধানুষ্টানে বাড়িতে এসেছিলো। বিকেলে বাড়ির উঠোনে খেলতে গিয়ে নিখোঁজ হয় মুন্না। সন্ধ্যার সময় মুন্নাকে বাড়ির পাশে একটি পুকুরে পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রিয়তা দাশ বলেন, সন্ধ্যা ৬টা দিকে মুন্নাকে হাসপাতালে আনেন স্বজনরা। তাকে মৃত ঘোষণা করা হয়েছে।