স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাকলিয়া শরিষারোড বিদ্যুৎ সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘেটেছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের মোবিলাইজিং কর্মকর্তা কফিল উদ্দিন। পূর্বকোণকে তিনি বলেন, বিকেল ৫টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে বর্তমানে ধোয়া উড়ছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।