স্টাফ রিপোর্টার;
চট্টগ্রামের পটিয়ায় ২০ হাজার পরিবারকে চাল ও ইফতার সামগ্রী দিল কেডিএস গ্রুপের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব খলিলুর রহমান।
শুক্রবার সকালে পটিয়া উপজেলার জিরি শাইদাঁইর তৈয়বীয়া মাদ্রাসা মাঠে জিরি, কুসুমপুরা, কাশিয়াইশ, বড়লিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ হাজার পরিবারে ১০ কেজি করে চাল ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমদুল হক, মিলেনিয়াম এন্টারপ্রাইজের পরিচালক ফজলে ওয়ালি আহমেদ, শাইদাঁইর ৬ নম্বর ওয়ার্ড ইউপি মেম্বার আবুল হাসেম, ইদ্রিস চৌধুরী অপু, সাইফুল ইসলাম, আবদুল করিম রানা ও মো. ফোরকান উদ্দিন প্রমূখ।
এসময় কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান বলেন, ‘পবিত্র রমজান মাসে প্রতিবছরের ন্যায় এবারও পটিয়ার ২০ হাজার অসহায় পরিবারে চাল ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। আগামী এক সপ্তাহ এ কর্মসূচি চলমান থাকবে।’