পটিয়া প্রতিনিধি:
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামের পটিয়ায় হুলাইন প্রাইম আইডিয়্যাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে ক্লাশ পার্টি। আজ সকাল ১০ ঘটিকায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ভিন্নধর্মী এ অনুষ্ঠান। স্কুলটির শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের অংশগ্রহনে কেক কেটে উদযাপন করা হয় অনুষ্ঠানটি। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্কুল প্রধান শিক্ষিকা মিসেস রেহেনা আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালক মন্ডলীর সভাপতি মিসেস কাওছার জাহান এবং প্রধান অতিথি হিসাবে যোগ দেন যিন-নুরাইন স্টীল এর পরিচালক ও বিদ্যালয়ের পরিচালক মণ্ডলীর সহ-সভাপতি মোরশেদুল হক আকবরী । বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন স্কুলটির পরিচালক মোঃ মুবিনুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক ওয়াকারুদ্দীন মোঃ তারেক। পরে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।