স্টাফ রিপোর্টার:
মাত্র ২৪ দিন আগে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আব্দুল আউয়ালকে সরিয়ে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়।
২১ সেপ্টেম্বর সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমকে সরিয়ে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আদেশ জারি করেন। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, গত ২১ সেপ্টেম্বর জারি করা যে প্রজ্ঞাপনে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি করা হয়েছিল, সেটি বাতিল করা হলো। জনস্বার্থে নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।