স্টাফ রিপোর্টার:
নগরের জিইসি এলাকায় আইল্যান্ডে উঠে গিয়ে দুর্ঘটনায় পড়েছে সিমেন্টবোঝাই একটি ট্রাক। আজ রোববার সকালে ফ্লাইওভারে ওঠার মুখে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ফ্লাইওভারে উঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে সেটি আইল্যান্ডে উঠে গিয়ে ফ্লাইওভারের সঙ্গে আটকে যায়। এসময় চালক আহত হয়। তবে তার পরিচয় জানা যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত সিমেন্টবোঝাই ট্রাকটি থানায় নিয়ে আসা হয়। পরে মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।