স্টাফ রিপোর্টার:
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চৌকি বসিয়ে বাসটি থামানো হয়। ওই চারজন কক্সবাজার থেকে স্বর্ণ নিয়ে আসছিলেন।
চট্টগ্রামের কর্ণফুলীতে একটি বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি ৬২৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ।
বাসটির দুই নারী যাত্রীর কোমরে কৌশলে বার ও দণ্ডাকার সদৃশ স্বর্ণ প্যাঁচানো ছিল। এ সময় তাদের সঙ্গে থাকা দুই পুরুষকেও আটক করা হয়।
উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নতুন ব্রিজ এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে শুক্রবার সকাল ১০টার দিকে ওই ঘটনা ঘটে।
আটক হওয়া চারজন হলেন ২৫ বছর বয়সী অলোক ধর, ৩৮ বছর বয়সী নারায়ন ধর ও গীতা ধর এবং ৩৫ বছর বয়সী জুলি ধর।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চৌকি বসিয়ে বাসটি থামানো হয়। ওই চারজন কক্সবাজার থেকে স্বর্ণ নিয়ে আসছিলেন।
তিনি আরও জনান, জব্দ স্বর্ণ ও আটক হওয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।