স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তর চাতরী এলাকায় অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার মো. নাছির (৩৩) আনোয়ারার উত্তর চাতরী আব্দুল সালাম সওদাগরের বাড়ির মৃত জালাল সওদাগরের ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি, ছয়টি চাকু এবং ৩৫টি ইয়াবাসহ নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে আনোয়ারায় থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।