আনোয়ারা প্রতিনিধিঃ
আনোয়ারায় বিএসটিআই’র অনুমোদন ছাড়া চিপস ও চনাচুর তৈরি এবং বাজারজাত করার দায়ে খাজা আইমণি ফুড এন্ড বেভারেজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকালে বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকার ওমর ফারুকের মালিকানাধীন এ প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী। এ সময় তিনি নানা অভিযোগে কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ চৌধুরী একাত্তর বাংলা নিউজকে জানান, আজ আনোয়ারার খাজা আইমণি ফুড এন্ড বেভারেজে (শিফা) অভিযান চালানো হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ভেজাল চনাচুর ও চিপস তৈরি করে বাজারজাত করতে দেখা যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির সকল ধরণের উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।