স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলাকালে চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন কাটা পড়েছে।g
শনিবার (৬ মার্চ) ভোরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর শ্রমিকরা বনানী কমপ্লেক্সের সামনের সড়কে পাইলিংয়ের কাজ করার সময় পাইপলাইন কেটে যায় বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। এ ঘটনার পর পরই গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে জমে যায় পানি। আগ্রাবাদ এলাকায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে চলছে মেরামতের কাজ।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ একাত্তর বাংলা নিউজকে বলেন, ওয়াসার পাইপলাইন কাটা পড়ায় লাইনে পানি সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। এতে আগ্রাবাদবাসী সাময়িক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে।
তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে আমাদের পাইপলাইনের ম্যাপ দেওয়া হয়েছে। কাজ করার সময় আমাদেরকে জানাতে বলা হয়েছিল। কিন্তু আমাদের না জানিয়ে কাজ করেছে। এখন মানুষ পানি না পেলে ওয়াসাকে দোষ দেবে’।