স্টাফ রিপোর্টার:
নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে একটি কাভার্ডভ্যান উল্টে এক সিএনজির ড্রাইভার আহত হয়েছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত সিএনজি ড্রাইভারের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার এসআই ইমাম হোসেন একাত্তর বাংলা নিউজকে বলেন, লালখান বাজার থেকে মুরাদপুরগামী একটি দ্রুত গতিতে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে করে সামনে থাকা একটি সিএনজির সাথে ধাক্কা লাগলে সিএনজির ড্রাইভার আহত হয়। তাৎক্ষণিকভাবে আহত সিএনজি ড্রাইভারের পরিচয় পাওয়া যায়নি। আহত ড্রাইভারকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, কাভার্ডভ্যানটি সরাতে কাজ চলছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের ড্রাইভারকে আটক করা হয়েছে।