স্টাফ রিপোর্টারঃ
আধুনিক অফিস ব্যবস্থাপনায় নির্ভুল ও দ্রুততার সাথে কাজ সম্পন্ন করতে তথ্য প্রযুক্তির কোন বিকল্প নেই। অফিসের দাপ্তরিক কাজে নাগরিক সেবা ত্বরান্বিত করতে অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক। প্রায়ই শুনতে পাই কর্পোরেশনে কম্পিউটার জানা লোকের অভাব। এসব অভাব অভিযোগ আর শুনতে চাই না। কর্পোরেশনের কাজে গতি আনতে দক্ষ জনবল প্রয়োজন। কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
রবিবার (১২ সেপ্টেম্বর) বিকালে টাইগারপাসের চসিক সম্মেলন কক্ষে সচিবালয় বিভাগে কর্মরত-কর্মচারী ও ওয়ার্ড সচিবদের কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ।