এম.এইচ মুরাদঃ
করোনা ভাইরাসের রোগী সনাক্ত হওয়ায় নগরের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার শিববাড়ি লেইনের ১১ তলার একটি ভবন অবরুদ্ধ করে রাখা হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, শিববাড়ি লেইনের মোয়াজ্জেম রওশন স্কয়ার নামের একটি ১১ তলা ভবনের একজন বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই ভবনটি লকডাউন করা হয়েছে। ভবনটিতে ৫৭টি ফ্ল্যাট আছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন আরো বলেন, সিভিল সার্জন কার্যালয় থেকে চিকিৎসক দল ঘটনাস্থলে এসেছেন। উনারা যদি সিদ্ধান্ত দেন, ভবনের কেউ বের হতে পারবে না, তাহলে আমরা সেই ব্যবস্থা নেব। আপাতত অবরুদ্ধ করে রাখা হয়েছে।
এর আগে আজ শুক্রবার রাতে চট্টগ্রামে আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে একজন ফিরিঙ্গিবাজার শিববাড়ি লেইনের ১১ তলা ভবনটিতে থাকতেন। ৫৭ বছর বয়সী আক্রান্ত ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী।
এদিকে আক্রান্ত আরেকজন আকবর শাহ থানা এলাকার ইস্পাহানি গোল পাহাড় এলাকার বাসিন্দা; ৩৫ বছর বয়সী ওই যুবক পেশায় সবজির দোকানের কর্মচারী।