স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় মো. বুলবুল (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. হারুন রশীদ (২৮) নামে এক শ্রমিক আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (৮ জুন) দুপুর দেড়টায় উপজেলার চৌধুরীঘাটা শীতলপুর এলাকার সাগরিকা শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত বুলবুল নওগাঁ জেলার মান্দা থানার নলতৌড় গ্রামের মো. মমতাজের ছেলে। আহত মো. হারুন রশীদ মো. আনিছুর রহমানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে কাজ করার সময় ওই শ্রমিক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা গেছেন। এছাড়া গুরুতর আহত হয়ে আরও এক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।