নিউজ ডেস্কঃ
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, জ্বর, কাশি থাকায় গতকাল চট্টগ্রাম মেডিকেলে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মোশাররফ হোসেন দীপ্তি। এই মাত্র তার করোনা আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছি। দীপ্তি এখন বাসায় আছে।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, এর আগে দীপ্তির বাবার করোনা শনাক্ত হয়। হাসপাতালে বাবার খাবারের ব্যবস্থা করতে সংস্পর্শে যান তিনি।
তিনি বলেন, দীপ্তির পরিবারের সবাই করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের নমুনা পরীক্ষার চেষ্টা চলছে। তিনি দীপ্তি এবং তার পরিবারের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।