স্টাফ রিপোর্টার:
ব্যবসায়ী শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র ২০২৩-২৫ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি ২৪তম সভাপতি নির্বাচিত হলেন। এছাড়া নতুন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমিন হেলালী।
বুধবার (২ আগস্ট) এফবিসিসিআইয়ের সেমিনার হলে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ মতিন।
ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠনের ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মাহবুবুল আলম। এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. খায়রুল হুদা চপল, আনোয়ার সাদাত সরকার, যশোধা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী রনি ও মুনির হোসেন।