এম.এইচ মুরাদঃ
এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম। নগরের আল জামিয়াতুল মাদ্রাসা, বায়তুর রিদওয়ান ও আলহেরা হেফজ খানার এতিম শিশুদের মাঝে এসব মৌসুমী ফল বিতরণ করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম ও চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ.ছালামের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হকের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মৌসুমি ফল বিতরণকালে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সিনিয়র যুব সদস্য প্রকৌশলী জৌর্তিময় ধর, রক্ত বিভাগীয় উপ প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ঈশানসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।