একটি হারানো বিজ্ঞপ্তি:
১০ আগস্ট ২০২৩ইং বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮ ঘটিকার সময় চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা ২নং ওয়ার্ডের জহির আহম্মদ সওদাগর বাড়ি এলাকা থেকে হোসনে আরা বেগম নামে একজন মধ্যবয়স্ক মহিলা হারিয়ে গিয়েছে। তার পরনে ছিলো কালো বোরকা, মুখে মাস্ক ও সাদা কালো ওরনা মোড়ানো ছিলো। গায়ের রং ফর্সা, উচ্চতা ৫’-২”, মুখমন্ডল লম্বাটে, বয়স আনুমানিক ৫৬ বছর। তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন। মানসিক ভারসাম্যহীন বিধায় তিনি সঠিকভাবে তার নাম ঠিকানা বা পরিচয় বলতে পারেন না। যদি কোন স্বহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে তাকে তার নিজ বাড়ি চান্দগাঁও মোহরা ২নং ওয়ার্ডের জহির আহমদ সওদাগর বাড়ির ঠিকানায় পৌছানোর ব্যবস্থা করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগ:
বাড়ির ঠিকানা: কাপ্তাই রাস্তার মাথা, পশ্চিম মোহরা, গোলাপের দোকান, জহির আহম্মদ সওদাগর বাড়ি, চান্দগাঁও, চট্টগ্রাম।
মোবাইল: ০১৯৫৬৬৬১১১০, ০১৫৩৭১৮২৮৫৬ (মোহাম্মদ আলমগীর হোসেন : ছেলে)।