মোঃ রায়হান উদ্দিনঃ
সমাজের অবহেলিত মানুষ যারা খেটেখুটে খেয়ে জীবনযাপন করেন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আর্সেনিকাম এ্যালবাম ৩০ এর এক মাসের ফুল কোর্স বিনামূল্যে মোহরাবাসীকে প্রদান করা হচ্ছে।
অশেষ ধন্যবাদ জানাই সন্মানিত ডাঃ কাজী সাজিয়া আফরিন শাওন ও ডাঃ এম এ জি হাসান কে প্রাকৃতিক প্রতিকুলতার মধ্যে উপস্থিত থেকে মোহরাবাসীকে ফ্রি হোমিওপ্যাথি সেবা প্রদান করার জন্য।
এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তফন দাশ, এইচ কে আইটি গ্রুপের সি ই ও ছুফি এস এ মিডু, আমরা মোহরাবাসী গ্রুপ সদস্য নজরুল ইমলাম, এডমিন ইমরান হোসেন জনি, সদস্য রুস্তম ফারুক, মারুফ খান, সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান বাপ্পি,মোঃ মুন্না, আমির খান, ভাষ্কর বিশ্বাস সহ প্রমুখ।