স্টাফ রিপোর্টারঃ
তিন বছরের জন্য ছয়জনকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য নিয়োগ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের নিয়োগ এদিন থেকেই কার্যকর হয়েছে।
নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের স্থপতি আশিক ইমরান ও প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ ফারুক, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দীন শাহ, সুচিন্তা বাংলাদেশের বিভাগীয় সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরী।এদের মধ্যে আশিক ইমরান ও মুনির উদ্দিন সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নন বলে জানা গেছে।