স্টাফ রিপোর্টারঃ
আগামীকাল ৭ আগস্ট (শনিবার) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল।
জানা যায়, এই সময়ে সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের সামনে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম বসানো হবে। মূলত যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ (সওজ) বিভাগ চট্টগ্রাম এর নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।
সওজ সূত্র জানায়, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে গত এপ্রিল মাসে শুরু হওয়া ফুটওভার ব্রিজটির নির্মাণকাজ আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হবে।
প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ভোর সাড়ে ৫টা থেকে ৭টার মধ্যে ফুটওভার ব্রিজে ডেকবিম বসানো হবে। নিচ থেকে ওপরে তোলার সময় দুর্ঘটনা এড়াতে মহাসড়কের দুই পাশের রাস্তা বন্ধ রাখা হবে। এতে দেড় ঘন্টা সময় লাগতে পারে।