স্টাফ রিপোর্টারঃ
অবশেষে শপথ অনুষ্ঠানের আগে জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের (চকবাজার) উপ-নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত নুর মোস্তফা টিনু। আদালত জামিন আবেদন মঞ্জুর করার পর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে তিনি কারাগার থেকে মুক্তি পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার দেওয়ান তারিকুল ইসলাম সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর যাছাই-বাছাই শেষে বিকাল ৪টায় নুর মোস্তফা টিনুকে মুক্তি দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২৬ অক্টোবর হাইকোর্ট থেকে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন নুর মোস্তফা টিনু। সকালে জামিনের কাগজপত্র ৪র্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে দাখিল করা হয়। জামিন মঞ্জুরের আদেশের পক্ষে টিনুর আইনজীবী আদালতে জামিননামা দাখিল করেন। আদালত জামিন মঞ্জুরের কপি দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠান।
উল্লেখ্য, ২০১৯ সালের ২২ অক্টোবর রাতে র্যাব সদস্যরা অস্ত্রসহ গ্রেফতারের পর চকবাজার থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাটি করে। ওই মামলায় অন্তবর্তীকালীন জামিনে কারাগার থেকে বের হন। এরপর উচ্চ আদালতের নির্দেশে গত ২০ জুন চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন থেকে টিনু কারগারে ছিলেন। কারাগারে থেকেই টিনু চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে অংশ নেন।