বাংলাদেশ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে টানা ৩৩ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা


প্রকাশের সময় :৭ জুন, ২০২২ ৫:৩৪ : পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদকঃ

লিওনেল মেসির ৫ গোলের খবর এখন দুনিয়ায় চাউর হয়ে গেছে। সাথে আরও একটা খবর আছে মেসির গোল উৎসবের দিনে আর্জেন্টিনাও গড়েছে রেকর্ড। এ নিয়ে টানা ৩৩ ম্যাচে অপরাজিত থাকলো আর্জেন্টিনা।

সবশেষ ২০১৯ সালের কোপা আমেরিকায় পরাজয়ের তেতো স্বাদ পেয়েছিল আলবিসেলেস্তেরা।

এরপর ৩৩ ম্যাচের একটিতেও হারেনি দুইবারের বিশ্ব জয়ী দেশটি। আন্তর্জাতিক সূচির বিরতিটা আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির জন্য যেন সোনায় সোহাগা। আগের ম্যাচে ইতালিকে হারিয়ে জয় করেছেন রোমান সাম্রাজ্যের ফাইনালিসিমা। এবার আরেক ইউরোপ দেশ ধরাশায়ী মেসির কাছে।

ট্যাগ :