ক্রীড়া প্রতিবেদক:
ঢাকাকে ১০ রানে হারাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫৯ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে ঢাকা। এতে টানা ১১ ম্যাচ হারল দলটি। তবে প্রথম ম্যাচ জিতেছিল ঢাকা।
আর ১১ ম্যাচে ৬ জয় নিয়ে চারে উঠে এসেছে চট্টগ্রাম। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। অ্যাডাম রসিংটন ৬ বল খেলে এক রানে ফেরেন। তিন নম্বরে নেমে সাব্বির হোসেনও খেলতে পারেননি।
শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। তবে ওপেনার মোহম্মদ নাঈম খেলেছেন ৩৫ বলে ২৯ রানের ইনিংস।
এ ছাড়া দলীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন এলেক্স রস। তবে শেষ দিকে মোসাদ্দেকের ১৮ বলে ২৯ রানের ক্যামিওতে ১৪৯ রান তুলতে পারে ঢাকা।
এর আগে, তানজিদ হাসান তামিমের ফিফটিতে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে চট্টগ্রাম। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় দলটি। মোসাদ্দেক হোসেনের শিকার হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন সৈকত আলী। তিনে নামা জশ ব্রাউনও ১১ রানের বেশি করতে পারেননি। তবে তৃতীয় উইকেটে টম ব্রুসকে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন তানজিদ।
পরে সাব্বির হোসেনকে ক্যাচ দিয়ে ৪৮ রানে ফেরেন ব্রুস। অবশ্য তার আগেই ৩৫ বলে ফিফটি স্পর্শ করেন তানজিদ। কিন্তু শেষ ওভারের আগেই তাকে থামান শরিফুল ইসলাম। ৫১ বলে ৭০ রান করেন বাঁহাতি এই ওপেনার।
ঢাকার হয়ে ১৭ রান খরচ করে দুটি উইকেট নেন শরিফুল। এ ছাড়া তাসকিন পেয়েছেন দুই উইকেট।