ক্রীড়া প্রতিবেদক:
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের দারুণ পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। এক লাফে ৬ ধাপ এগিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে।
১৮৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০১৫ সালের পর তাদের সেরা অবস্থান এটি। সেবার ছিল ১৮২ নম্বরে।
শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। সবার ওপরে আছে যথারীতি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরের চারটি স্থানে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও বেলজিয়াম।
চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ ড্রয়ের পর উরুগুয়ের কাছে ২-১ ব্যবধানে হারা ব্রাজিলের রেটিং পয়েন্ট কমেছে। বাছাইয়ে প্যারাগুয়েকে ১-০ ও পেরুকে ২-০ গোলে হারানো আর্জেন্টিনার রেটিং বেড়েছে।
দুই ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছে পর্তুগাল। দুই ধাপ এগিয়েছে স্পেনও, ২০১০ বিশ্বকাপ জয়ীরা আছে আটে। চার ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে ক্রোয়েশিয়া।
বাংলাদেশ এই মাসে বাছাইয়ে মালদ্বীপের মাঠে ১-১ ড্রয়ের পয় নিজেদের আঙিনায় দলটিকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে।