বাংলাদেশ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় কন্যার নাম জানালেন ক্রিকেটার সাকিব


প্রকাশের সময় :৩ মে, ২০২০ ৬:৩৭ : পূর্বাহ্ণ

নিউজ ডেস্কঃ

গত ২৪ এপ্রিল সাকিব আল হাসান ও উম্মে শিশির আহমেদের ঘর আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। ৯ দিন পর শনিবার রাতে দু’জনই তাদের ফেসবুক পেজে দ্বিতীয় কন্যার নামটি জানিয়েছেন। তারকা দম্পতি মেয়ের নাম রেখেছেন- ইরাম হাসান, অর্থ জান্নাত।

সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজ কন্যার নামটি ছবি দিয়ে প্রকাশ করেছেন সাকিব আল হাসান। তার সঙ্গে লিখেছেন, ‘২৪ এপ্রিল রমজানের প্রথম শুক্রবার ফজরের (যুক্তরাষ্ট্রের সময় ভোর ৫টা ৮ মিনিট) সময় আমাদের আরেকটি কন্যা সন্তান হয়েছে। মহান আল্লাহর তরফ থেকে আরেকটি উপহার। আমরা তার নাম রেখেছি ইরাম হাসান, যার অর্থ জান্নাত। সত্যি সে এক টুকরো বেহেশত। আলহামদুলিল্লাহ।’

২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। অবশ্য আগে থেকেই তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেম ছিল। তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে প্রথম কন্যা আলায়না হাসান অব্রি।

ট্যাগ :