স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মার শাখা নদীর ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও স্থায়ীবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শিলিমপুর ও তস্তিপুর গ্রামের নদী ভাঙন কবলিতরা।
শুক্রবার উপজেলার আউট শাহী ইউনিয়নের শিলিমপুর গ্রামের তালতলা, গৌরগঞ্জ খালের ভাঙন কবলিত এলাকায় এ মানববন্ধন করেন ক্ষতিগ্রস্তরা।
মানববন্ধনে ভাঙন কবলিত গ্রামবাসীরা জানান, নদী ভাঙনে এরইমধ্যে এ বছর গ্রাম দুটির ফসলি জমি ও বসতভিটা, ঘর-বাড়ী সহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখনো হুমকির মুখে রয়েছে ইউনিয়নটির তস্তিপুর, শিলিমপুর, মির্জানগর, জহরপুরা, কাইচাইল গ্রামের বেশকয়েক শতাধিক পরিবারের বসতভিটা ও ফসলি জমি, স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ নানা স্থাপনা।
তাই ভাঙন থেকে বসতভিটা, ফসলি জমিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা বাঁচাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানায় তারা।
এর আগে ভাঙন ঠেকাতে একই ইউনিয়নের তস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদী ভাঙন কবলিত এলাকায় গত রোববার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।