আন্তর্জাতিক ডেস্ক :
রাজনীতিভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদককে হুমকি দিয়ে বিপাকে পড়লেন প্রেসিডেন্ট জো বাইডেনের উপ প্রেস সচিব টি জে ডকলো।
বিবিসি জানায়, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করায় তিনি ঐই নারী সাংবাদিককে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দেন। এই ঘটনার জেরে তাকে সাতদিনের জন্য বিনা বেতনে বরখাস্ত করা হয়েছে।
পামেরি আরেক সাংবাদিকের সঙ্গে ডকলোর সম্পর্কের গুঞ্জন নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনের কাজ করছেন।
বিবিসি জানায়, ডকলোর সঙ্গে এক্সিওস এর সাংবাদিক আলেক্সি ম্যাককমান্ডের সম্পর্কের গুঞ্জন নিয়ে কাজ করছেন পামেরি। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে ডকলো কাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর এনিয়ে তিনি কাজ শুরু করেন।
শুক্রবার হোয়াইট হাউজের প্রেসসচিব জানান, ওই ঘটনার পর ডকলো সাংবাদিক পামেরির কাছে ক্ষমা চেয়েছেন।
শুক্রবার এক টুইটে তিনি লেখেন, ‘‘ডকলো নিজেই প্রথমে স্বীকার করেছেন, তিনি প্রেসিডেন্টের বেঁধে দেওয়া আচরণবিধি অনুসরণ করতে পারেননি।”
এক সপ্তাহের জন্য বিনা বেতনে বরখাস্ত করা ছাড়াও কাজে ফেরার পর ডকলো আর কখনো পলিটিকোর রিপোর্টারদের সঙ্গে কাজ করতে পারবেন না বলেও জানান তিনি।
এ বিষয়ে ডকলো ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করেননি বলে জানায় বিবিসি।