নিউজ-ডেস্ক:
ভারতের এক নারী প্রবাসী স্বামীর সঙ্গে কথা বলার সময় অন্যমনস্কভাবে এক জোড়া সাপের ওপর বসে পড়ার পর তাদের কামড়ে তার মৃত্যু হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) উত্তর প্রদেশের গোরখপুরের রিয়াও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
ওই গ্রামের গীতা থাইল্যান্ডে প্রবাসী স্বামী জয় সিং যাদবের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। তখন একজোড়া সাপ ঘরে ঢুকে বিছানায় আশ্রয় নিয়েছিল। বিছানায় একটি ছাপা চাদর বিছানো ছিল বলে জানা গেছে।
কথা বলতে বলতে গীতা ঘরে ঢুকে সাপ দুটিকে খেয়াল না করে বিছানায় বসে পড়েন। সঙ্গে সঙ্গেই সাপগুলো তাকে কামড় দেয়, কয়েক মিনিটের মধ্যেই তিনি জ্ঞান হারান। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা হাসপাতাল থেকে ফিরে তার ঘরে গিয়ে বিছানায় সাপ দুটোকে দেখতে পান। তখন ক্রুদ্ধ প্রতিবেশীরা পিটিয়ে সাপ দুটোকে মেরে ফেলে।
গীতা যখন ওই সাপ দুটোর ওপর বসে পড়েছিলেন তখন প্রাণী দুটো সঙ্গমরত ছিল বলে ধারণা পশু বিশেষজ্ঞদের।