আন্তর্জাতিক ডেস্ক:
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত। এখন গুণছেন মৃত্যুর প্রহর। ডাক্তার জানিয়েছেন, এই বছরের পর হয়ত তিনি আর বাঁচবেন না। কীভাবে এ দিনগুলো কাটছে, জীবনের চাওয়া-পাওয়া কি ছিল সেগুলো জানিয়েছেন। এছাড়া জানছেন যে কোনো সময় মারা যাবেন— এটি মনে করে কেমন লাগে সেই অভিব্যক্তি প্রকাশ করে সামাজিকমাধ্যম রেডিটে একটি পোস্ট দিয়েছেন ২১ বছর বয়সী যুবক।
ভারতীয় এ যুবক জানিয়েছেন, ২০২৩ সালে তার ক্যানসার ধরা পড়ে। বর্তমানে তিনি চতুর্থ ধাপের কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত। ক্যানসারের যত চিকিৎসা আছে তার সবই নিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। ডাক্তার জানিয়ে দিয়েছেন এ বছর পর আর বেঁচে নাও থাকতে পারে।
তিনি লিখেছেন, “দীপাবলী আসছে। রাস্তায় এখনই লাইট লাগানো হয়েছে। আমি এগুলো জীবনে শেষবারের মতো দেখব। বিষয়টি খুবই কঠিন। আমি এই লাইট, হাসি ও শব্দ মিস করব। অন্যদের জীবন চলছে, আমার জীবন থেমে যাচ্ছে। এটি অন্যরকম অনুভূতি। আমি জানি, আগামী বছর আমার জায়গায় অন্য কেউ প্রদীপ জ্বালাবে। আমি তখন শুধুমাত্র স্মরণীয় হয়ে থাকব।”
এছাড়া ভ্রমণ করা, নিজের ব্যবসা শুরু করা, কুকুর পালন করার মতো শখগুলো পূরণ না হওয়ায় প্রচন্ড কষ্ট পান বলেও জানিয়েছেন তিনি।
পোস্টের শেষ অংশে নিজের বাবা-মায়ের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, “আমি স্মরণ করি আমার সময় ফুরিয়ে আসছে… তখন এসব চিন্তা উড়ে যায়। আমি এখন বাড়িতে আছি। বাবা-মায়ের চোখেমুখে যে দুঃখ সেটি আমি দেখতে পাই। আমি নিজেও জানি না কেন আমি এই পোস্ট করছি। পরবর্তী যেখানে আমি মিলিয়ে যাব সেখানে যাওয়ার আগে হয়ত আমার ছোট একটি চিহ্ন রেখে যেতে হয়ত এ পোস্ট করেছি।”
সূত্র: এনডিটিভি