মোস্টবেট বাংলাদেশের সেরা বুকমেকার। স্পোর্টস বেটিং, অনলাইন ক্যাসিনো সকলের জন্য সীমাবদ্ধতা ছাড়াই উপলব্ধ, এবং একটি ব্যাঙ্ক কার্ডে Mostbet withdrawal সম্ভব!
Türkiye'nin en iyi bahis şirketi Mostbet'tir: https://mostbet.info.tr/

বাংলাদেশ, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ৬৬ টাকায় পাবেন হোটেলে থাকার সুযোগ


প্রকাশের সময় :২৩ নভেম্বর, ২০১৯ ৪:২৫ : অপরাহ্ণ

নিউজ-ডেস্ক:

সস্তায় যারা হোটেলের খোঁজ করেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো জাপানের একটি হোটেল। সেই হোটেলে এক রাতের জন্য ঘর ভাড়া পাওয়া যাচ্ছে মাত্র ১০০ ইয়েনে। যা বাংলাদেশি মুদ্রায় ৬৬ টাকার মতো। জাপানের ফুকুয়োকায় রয়েছে ‘আশি রোওকান হোটেল’। সেখানেই মিলছে এত সস্তায় ঘর। তবে সস্তায় ঘর দিচ্ছে বলে, ঘরের অবস্থা খারাপ, তা কিন্তু নয়। জাপানি ধরনে সুসজ্জিত সেই ঘরে রয়েছে বিছানা, টিভি, ছোট কফি টেবিল। সঙ্গে রয়েছে সেই বিশেষ শর্তও।

আসলে সেই ঘরে লাগানো রয়েছে একটি ক্যামেরা। সেই ক্যামেরায় ওঠা দৃশ্য সরাসরি লাইভ স্ট্রিম করা হবে ‘ওয়ান ডলার হোটেল’ নামের একটি ইউটিউব চ্যানেলে। তাই এই ঘর নিলে, তার মধ্যে আপনি যা করবেন তা সবই লাইভ স্ট্রিমিং হবে। তবে, ঘরের বাথরুমের অংশ ক্যামেরার বাইরে আছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। ২৭ বছরের ইউটিউবার টেটসুয়া ইনয়ুর দিদা এই হোটেলের মালিক। ইউডিউব চ্যানেলটিরও মালিক তিনিই।

ট্যাগ :