নিউজ ডেস্কঃ
ফ্রান্সে লকডাউনে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশি কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার।
দেশটির শ্রমমন্ত্রী জানিয়েছেন, আগামী জুন থেকে সরকারি নির্দেশে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের বেতনের ৮৫ শতাংশ সরকারের পক্ষ থেকে দেয়া হবে এবং বাকী ১৫ শতাংশ প্রতিষ্ঠানগুলোর মালিকদের পক্ষ থেকে দেয়া হবে। অনেকদিন কর্মহীন হয়ে গৃহবন্দী থাকার পর, বেতন পাওয়ার খবরে প্রবাসীদের মধ্যে খুশির ঢল নেমেছে।
এদিকে, করোনা ভাইরাসের প্রভাবে ফ্রান্সে ঈদ পালনে কিছু বিধিনিষেধ থাকলেও, দেশটিতে বসবাসকারী প্রবাসীরা বন্ধুবান্ধব ও পরিবার পরিজন নিয়ে দর্শনীয় স্থানগুলোতে বেড়াতে গেছেন এবং নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিমিয় করেছেন।
এসময় তারা একে অন্যের খোঁজখবর নেয়ার পাশাপাশি, করোনা থেকে মুক্তি পেতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা প্রার্থনাও করেছেন।