নিউজ ডেস্কঃ
জাপানে বাংলাদেশিসহ ১১ টি দেশের নাগরিকদের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গত সোমবার এ ঘোষণা দিয়েছেন।
ঘোষণা অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, আর্জেন্টিনা, এল সালভাদর, ঘানা, গিনি, কিরগিজ, তাজিকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জাপান প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৭ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবার কথা রয়েছে।
করোনাভাইরাস বিষয়ক সরকারী টাস্কফোর্সের এক সভায় প্রধানমন্ত্রী জানান, জুন মাসের শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।