আন্তর্জাতিক ডেস্কঃ
করোনাভাইরাসের প্রতিষেধকের তৃতীয় ধাপের পরীক্ষা চালাতে অনুমোদন পেয়েছে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি)। গতকাল মঙ্গলবার (২৩ জুন) সংযুক্ত আরব আমিরাতে এই ভ্যাকসিন প্রয়োগ করার অনুমোদন পেয়েছে বলে চীনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।
করোনায় চীনে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় দেশটি তৃতীয় ধাপে ট্রায়ালের জন্য অন্য দেশকে বেছে নেয় বলে জানা যায়। বিশ্বজুড়ে এক ডজনের বেশি ভ্যাকসিন আগেভাগে আনার জন্য প্রতিযোগিতা শুরু হলেও এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন সফলভাবে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা পর্ব পেরোতে পারেনি। পরীক্ষার তৃতীয় ধাপে ব্যাপকভাবে সুস্থ মানুষের মধ্যে ভ্যাকসিনটি প্রয়োগ করে এর কার্যকারিতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করে দেখা হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা জানায়, তৃতীয় ধাপের ট্রায়ালে কয়েক হাজার মানুষকে অন্তর্ভুক্ত করা হবে। যাতে এর প্রকৃত অবস্থা বোঝা যায়।
এদিকে, এফিলিয়েট প্রতিষ্ঠান (সিনোফ্রাম) থেকে করোনাভাইরাস প্রতিরোধী সম্ভাব্য দুটি ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে। এগুলো ইতোমধ্যে চীনে দুই হাজার মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে।