আন্তর্জাতিক ডেস্ক:
কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েচে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) কানাডার ম্যানিটোবা প্রদেশে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের পর প্রাণহানির এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে থাকা আরোহীদের বেশির ভাগই ছিলেন প্রবীণ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ম্যানিটোবা প্রদেশের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং ১০ জনকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, উইনিপেগ থেকে পশ্চিমে দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই জরুরি সেবা কর্মী এবং এয়ার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে। গাড়িতে থাকা বেশির ভাগ প্রবীণ ডাউফিন, ম্যানিটোবা ও আশপাশের এলাকার বাসিন্দা।
দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, খবরটি খুবই দুঃখজনক। যারা আজ প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।