নিউজ-ডেস্ক:
১ লাখ ২০ হাজার ডলারে (বাংলাদেশি টাকায় ১ কোটির বেশি) গত সপ্তাহে বিক্রিত একটি শিল্পকর্ম খেয়ে ফেলেছেন নিউ ইয়র্কের এক শিল্পী ডেডিভ ডাটুনা। কমেডিয়ান শিরোনামের ওই শিল্পকর্মটি ইতালীয় শিল্পী মৌরিজিও কাটেলানের তৈরি। যুক্তরাষ্ট্রের মিয়ামির আর্ট বাসেল আন্তর্জাতিক গ্যালারিতে তা প্রদর্শন করা হচ্ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।
গ্যালারির প্রতিষ্ঠাতা এমানুয়েল পেরোটিন শনিবারের ঘটনাটিকে নতুন অর্থবহ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, মৌরিজিও’র কাজ শুধু বস্তুর বিষয়ে নয়, এটি হলো বস্তু কীভাবে পৃথিবীতে স্থানান্তরিত হয় তা দেখিয়ে দেয়।
শিল্পকর্মটি যিনি কিনেছিলেন তিনি যে সবকিছু হারিয়েছেন তা নয়। এই কাজটি মালিক পুনরায় পরিবর্তন করে দিতে পারবেন।
গ্যালারির পরিচালক লুসিয়েন টেরাস বলেন, ডাটুনা শিল্পকর্মটি ধ্বংস করে ফেলেননি। কলা ছিল একটি ধারণা। কয়েক মিনিট পরেই কলা দেয়ালে বসিয়ে ধারণাটিকে জীবন্ত রাখা হয়েছে।
মিয়ামি বিচ পুলিশের ক্যাপ্টেন স্টিভেন ফেল্ডম্যান বলেন, ঘটনাটি মজার। কাটেলান তার হাস্যরসাত্মক শিল্পকর্মের জন্য পরিচিত। তিনি কলাটি স্থানীয় একটি ফলের বাজার থেকে কিনেছিলেন।