আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো প্রকাশ হয়নি। তবে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে আছেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত না হলেও নির্বাচন পরবর্তী ভাষণ দিয়েছেন বাইডেন। ভাষণে তিনি তার জয়কে মার্কিন যুক্তরাষ্ট্রের জয় হিসেবে আখ্যা দিয়েছেন।
বাইডেন বলেন, আমার বন্ধুরা, আমি শতভাগ আশাবাদী এই নির্বাচনে আমরা জয়ী হতে যাচ্ছি। এই বিজয় আমার একার না। এই বিজয় মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের। এই বিজয় গণতন্ত্রের। আমরা জেতার পর কোনো নীল রাজ্য থাকবে না, কোনো লাল রাজ্য থাকবে না। শুধু থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিজয় মার্কিন যুক্তরাষ্ট্রের।
এদিকে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৬৪টিতে এগিয়ে আছেন বাইডেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৪টি। ২৭০ ইলেকটোরাল ভোট পেলেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়। সেই হিসেবে বাইডেনের আর মাত্র ৬টি ইলেকটোরাল ভোট দরকার। সুইং স্টেটগুলোর ফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।