আন্তর্জাতিক ডেস্ক:
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার পর্যটনদ্বীপ বালি। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় ওই দ্বীপ এলাকা ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বলে ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে জানিয়েছে এনডিটিভি।
অবশ্য যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।
ইএমএসসি বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার মাতারাম এলাকা থেকে ২০১ কিলোমিটার উত্তরে, ৩২২ মাইল ভূ-অভ্যন্তরে।
ইউএস সুনামি ওয়ার্কিং সিস্টেম জানিয়েছে, সমুদ্রের তলদেশে ভূমিকম্পের পরও এ এলাকায় সুনামির কোনো আশঙ্কা নেই।