নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস পেনসিলভেইনিয়া রাজ্যে তার শেষ প্রচার সমাবেশে একতার শক্তি ও নারী অধিকারের ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা যখন লড়ি, আমরা জিতি’। সমাবেশে উপস্থিত জনতাকেও সমস্বরে তার এই কথার সঙ্গে গলা মেলানোর ডাক দেন হ্যারিস।
জনতার সামনে প্রশ্ন রেখে তিনি বলেন, “আমরা কি আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি? আপনারা কি এর জন্য লড়তে প্রস্তুত? কারণ, আমরা যখন লড়ি, তখন আমরা জয়ী হই।”
ভাষণে হ্যারিস বলেন,‘হতভাগ্য’ দিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন। কিন্তু জয়ের আসনে পৌঁছবেন।
“আমাদের এই জীবনকালে গুরুত্বপূর্ণ ভোটের দিনের মুহূর্তটি আমাদের অনুকূলেই আছে। এ নির্বাচন হতে পারে ইতিহাসে অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন”, বলেন তিনি।