স্টাফ রিপোর্টার:
ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা ও আলু ৩০ টাকা দরে বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার (১৩ নভেম্বর) টিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে উপকারভোগী কার্ডধারী এক কোটি দারিদ্র্য পরিবারের কাছে ভর্তুকি মূল্যে পেঁয়াজ, আলু, সয়াবিন তেল ও মশুর ডাল বিক্রি করবে সংস্থাটি।
টিসিবি জানায়, মঙ্গলবার থেকে শুরু হওয়া এ বিক্রি কার্যক্রমে ২৫ থেকে ৩০টি ট্রাকে সাধারণ ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করা হবে। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
প্রতি একজন ভোক্তার কাছে সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ, আলু ও মশুর ডাল বিক্রি করা হবে। প্রতি কেজি মশুর ডালের দাম রাখা হবে ৬০ টাকা। সয়াবিন ও রাইস ব্র্যান তেল প্রতি লিটার ১০০ টাকা করে সর্বোচ্চ দুই লিটার কিনতে পারবেন ভোক্তারা।
বর্তমানে রাজধানীতে খোলা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। আর আমদানি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়া, আলু ৫০ টাকা ও মশুর ডাল ১১০ টাকায় বিক্রি হচ্ছে।