স্টাফ রিপোর্টারঃ
অসহায়, দরিদ্র রোগীদের জন্য হার্টের ভাল্ব, রিং, পেসমেকার কেনার জন্য জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালকে সাড়ে তিন কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার তার সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
এই সময় হাসপাতালটির পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক জুলফিকার লেনিন ও কার্ডিয়াক সার্জন সহযোগী অধ্যাপক আশ্রাফুল হক সিয়াম উপস্থিত ছিলেন।