স্টাফ রিপোর্টারঃ
মাশরাফি বিন মুর্তজা। ফাইল ছবিকরোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকেই লড়ছিলেন মাশরাফি। ক্রিকেটার সত্তার বাইরে নিজের জনপ্রতিনিধি পরিচয়ে নড়াইলকে করোনামুক্ত করার লড়াইয়ে নেমেছিলেন সাবেক অধিনায়ক। কিন্তু আজ একটি খবর চমকে দিয়েছে সবাইকে। করোনা আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এর আগে তাঁর শাশুড়িও করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল পরীক্ষা শেষে আজ ফল এসেছে মাশরাফির।
আজ মাশরাফির এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছেন মাশরাফির কোভিড পজিটিভ হওয়ার খবরটি। গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যাথা ছিল মাশরাফির। এ ছাড়া আর কোনো উপসর্গ নেই। আপাতত আইসোলেশনে আছেন লড়াইল-২ আসনের সাংসদ। সূত্র জানায়, ঢাকাতেই পরীক্ষা করা হয়েছে বাংলাদেশের সফলতম অধিনায়কের। গতকাল রাতে পরীক্ষা করার পর আজ ফল পেয়েছেন মাশরাফি।
এর আগে গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি হোসনে আরা ও শ্যালিকা রিপার মেয়ে আগামীর করোনা পজিটিভ হওয়ার খবর এসেছিল। তারাও বর্তমানে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।