স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের পটিয়ায় করোনা আক্রান্ত হয়ে আতিক শাহরিয়ার মাহি (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) রাত ১২টায় চট্টগ্রাম থেকে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, আতিক শাহরিয়ার মাহি পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুলের একমাত্র ছেলে এবং পটিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
আজ মঙ্গলবার বাদে জোহর পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে মাহিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহি বেশ কিছু দিন ধরে করোনা পজিটিভ হয়ে প্রথমে পটিয়া ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে কুমিল্লায় মারা যান।