স্টাফ রিপোর্টারঃ
বিশ্বের কয়েকটি দেশের পর বাংলাদেশেও কয়েকজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে শনাক্ত হয়। তবে দেশে ওমিক্রনে আক্রান্তরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। রবিবার (৯ জানুয়ারি) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।
ডা. নাজমুল ইসলাম বলেন, ওমিক্রনে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া অনেকে সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। এখন যারা চিকিৎসাধীন তাদের মধ্যে কারো কোনো জটিলতা নেই। ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বুলেটিনে জানাও হয়, দেশে ওমিক্রনে বর্তমান আক্রান্ত ২১ জন। ওমিক্রনের ফলে দেশে করোনা রোগী বাড়ছে। এই কারণে হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।