স্টাফ রিপোর্টারঃ
ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় অর্থনৈতিক এলাকায় (ইএএ) ছড়িয়ে পড়া কোভিড-১৯ ভ্যারিয়েন্ট অমিক্রন এখন এককভাবে আধিপত্য বিস্তার করে চলছে। ব্লকের স্বাস্থ্য সংস্থা শুক্রবার এ কথা জানায়।
স্টকহোম ভিত্তিক ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) সংক্রামক রোগের হুমকি সম্পর্কে সাপ্তাহিক আপডেটে বলেছে, ‘ইইউ/ইইএতে অমিক্রন সংক্রমণ ক্যটাগরি কমিউনিটি থেকে প্রভাবশালী অবস্থায় পরিবর্তিত হয়েছে।’
ইসিডিসি বলেছে, দক্ষিণ আফ্রিকায় আবিস্কৃত অমিক্রন এখন ‘ইইউ/ইইএ দেশগুলোর বেশীর ভাগ অংশে প্রভাবশালী হয়ে উঠছে।’
এএফপি’র তথ্যানুযায়ী গত এক সপ্তাহে এই অঞ্চলে কোভিড ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে বলেছিল, অমিক্রন মার্চের মধ্যে এই অঞ্চলে অর্ধেক মানুষকে সংক্রমিত করতে পারে।