আরিফুল ইসলামঃ
সেই ছেলেটি হেসেখেলে
টুঙ্গিপাড়ায় থাকতো।
সেই ছেলেটি নিত্যদিনি
মানুষের কথা ভাবতো।
সেই ছেলেটি বাবা-মাকে
ভীষণ ভালোবাসতো।
সেই ছেলেটি গরিবদুঃখীর
পাশে সদা থাকতো।
সেই ছেলেটি দেশের জন্য
শত্রুর সাথে লড়তো।
সেই ছেলেটি সবার সাথে
মিত্রতা ভাই গড়তো।
সেই ছেলেটি ভয়হীনভাবে
অন্যায়কে রুখতো।
সেই ছেলেটি দেশের জন্য
জীবনবাজি রাখতো।
সেই ছেলেটি সোনার বাংলার
একটি স্বপ্ন দেখতো।
সেই ছেলেটি মহান নেতা
হয়ে সবার থাকতো।
সেই ছেলেটি দেশের জন্য
বিজয় নিশান আনলো।
সেই ছেলেটিই ঘাতকের হাতে
নির্মমভাবে মরলো।
সেই ছেলেকে যায় না মারা
ঘাতকরা কি জানতো?
সেই ছেলেটি আজও আছে
এই বাংলায় জীবন্ত!