আবু সাইদ:
একটি শিশু জন্ম নিয়েই
হাতে নিলো মশাল ও,
ফুটফুটে তার বদনখানি
বাক্যগুলো রসালো।
এই শিশুটির মুখে ফোটে
যতগুলো উক্তি,
সবই যেন বন্দিশালার
বন্দিগণের মুক্তি।
ভীষণ তেজি এই শিশুটির
জন্ম যদি না হতো,
জনম দুঃখী মায়ের চোখে
না শুকানো ঘা হতো।
এই শিশুটি খুবই জেদি
কথায় নড়েচড়ে না,
দাবি আদায় না হলে সে
একটুখানি সরে না।
খোকা নামের এই শিশুটি
বড় হয়ে শেষে,
ফুল ফোটালো লাল সবুজের
সোনার বাংলাদেশে।