আরিফুল ইসলামঃ
বিশ্বের সেরা শ্রেষ্ঠ কবি
রবীন্দ্রনাথ ঠাকুর,
সাহিত্য জগতের প্রতিটি শাখায়
তাঁর বিচরণ ভরপুর।
গান-কবিতা -ছড়া লিখেছেন
লিখেছেন উপন্যাস,
প্রবন্ধ -নাটক-দর্শনে যে
রয়েছে তাঁর চাষ।
সুর তুলেছেন গানে গানে
করেছেন অভিনয়,
আজো যে তা বিশ্বের মাঝে
রয়েছে অক্ষয়।
বিশ্বের মাঝে কবিগুরুর
আছে অনেক সুনাম,
সাহিত্যের জগতে অমর
উজ্জ্বল এক নাম।